উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৯

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিটি মন্ডপে সাতজন স্বেচ্ছাসেবক, আটজন আনসার সদস্যসহ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে সব মন্ডপেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জের পূজা মন্ডপগুলোর জন্য প্রায় ৩২ লাখ টাকা এবং প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করতে হবে এবং সব ধর্মের মানুষ যেন মিলেমিশে কাজ করতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পূজা কমিটির সঙ্গে বৈঠকে মন্ডপ নির্মাণের শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত