মাদারীপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর দুই ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও এলাকাবাসী।
জানা গেছে, গত ৩০ নভেম্বর বিকালে কয়েক বখাটে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মাদক সেবন করে। রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটসহ কয়েক শিক্ষার্থী এর প্রতিবাদ জানান।
ওই ঘটনার জেরে গত বুধবার বিকালে কলেজ মাঠে সম্রাটকে একা পেয়ে মারধর করে বখাটেরা। গুরুতর আহতাবস্থায় সহপাঠীরা তাকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেপ্তার, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধসহ তিন দফা দাবিতে বুধবার রাতেই শিক্ষার্থীরা মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেন।
দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, সদর মডেল থানার ওসি আদিল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

