ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৬: ২৫

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে দীর্ঘ যানজটে ও যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন কর্মমুখী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৮টা থেকে থেমে থেমে যানজট শুরু হয়ে ধীরে ধীরে কাঁচপুর থেকে মৈকুলি পর্যন্ত ৫ কিলোমিটারে ছাড়িয়ে যায়। সড়ক প্রসন্ত করার পাশাপাশি টানা বৃষ্টির কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এতে গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যানবাহনের চালকরা।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক উন্নীতকরণ কাজের জন্য সড়ক সরু হয়ে যাওয়া ও ভারী বর্ষণে সড়কে তৈরি হওয়া খানাখন্দ দিয়ে যানবাহন পর্যাপ্ত গতিতে চলাচল করতে না পারা, যত্রতত্র যাত্রী উঠানামা, নিয়ম ভঙ্গ করে রুটে গাড়ির একাধিক লাইন করা সহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। এর উপর সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়াতে কর্মজীবীদের ঘিরে সড়কে চাপ বেড়েছে মানুষের চলাচলে। এতে সকাল থেকেই সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। ফলে যানজটেরও দীর্ঘ হতে থাকে। এতে করে কাচপুর থেকে মৈকুলি পর্যন্ত ৫ কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়ে।

মেঘলা পরিবহনের চালক জামসেদ বলেন, গাড়ি নিয়ে মহাসড়কের তারাব বিশ্বরোড থেকে বরপা আসতেই ১ ঘন্টা লেগে গেছে। প্রতিদিনই এই এলাকায় যানজট থাকে। তবে সপ্তাহের প্রথম দিন হওয়াতে আজকে যাত্রীর চাপ বেশি হয়েছে। তাই সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে।

বাসযাত্রী তুষার বলেন, তিনি গোদনাইলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকাল ৯টায় কাজে যোগদান করার কথা। সকাল সাড়ে ৭টায় ভুলতা গাউছিয়া থেকে রওনা দিয়ে কাঁচপুর আসতেই বেজেছে সাড়ে ৮টা। মহাসড়কের রূপগঞ্জের বরপা থেকে বরাব আসতেই ৪০ মিনিট সময় লাগছে। যানজট না থাকলে আসতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট লাগতো। সপ্তাহের প্রথম দিন হওয়াতে যাত্রীর চাপ ছিল।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক বলেন, টানা বৃষ্টির কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এতে গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। অন্যদিকে সপ্তাহের প্রথম দিন হওয়াতে যাত্রী চাপ ও কিছুটা বেড়েছে। এতেও যানজট দীর্ঘ হচ্ছে। হাইওয়ে পুলিশের জনবলেরও কমতি রয়েছে। তাই সড়কে যানবাহনের দীর্ঘ সারি সামলাতে বেগ পেতে হচ্ছে। যানজট নিরসনে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত