কোটালীপাড়ায় ৩ মাসে দেড় কোটি টাকার দুয়ারি জাল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৮: ৩১
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২১: ৫৮

দেশীয় প্রজাতীর মৎস‍্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় তিনমাসে ৬২টি অভিযানে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা।

বিজ্ঞাপন

কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অভিযানে এই জাল উদ্ধার করা হয়।

এসব চায়না দুয়ারি জাল উদ্ধারে উপজেলার বিভিন্ন বিল, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিত্যক্ত ঘর থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ঘাঘর বাজারে অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লাখ টাকা। উদ্ধার অভিাযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস‍্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অপু বলেন, সমগ্র উপজেলাব‍্যাপী বিগত ৩ মাসে ৬২টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দূয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়ে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। দেশের মহা মূল‍্যবান মৎস‍্য সম্পদ রক্ষার সার্থে ভবিষ‍্যতে সচেতন জনগণকে সাথে নিয়ে চায়না দুয়ারি জাল উদ্ধারে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয় যারা এই অবৈধ জাল তৈরী বা বিপণনের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমিষের অন্যতম উৎস হিসেবে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষায় সকলে এগিয়ে আসুন।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত