গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৯
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৩

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন আনিমুল ইসলাম। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৮৩১৫/২০২৫। তবে মামলাটি কে বাদী হয়ে করেছিলেন তা জানা যায়নি।

বুধবার ১০ (সেপ্টেম্বর) সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে। পরে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আসার পর আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক রাশেদ জানান, রাত দেড়টার সময় মির্জাপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর ৭টার দিকে তাকে ঢাকার গুলশান থানায় পাঠানো হয়েছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত