আ.লীগ নেতাদের ছাড়াতে থানা ঘেরাও

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২: ৫১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর সন্ধ্যার দিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে পরিবারের লোকজন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা। সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন এবং কাওন্নারা গ্রামের আছর উদ্দিনের ছেলে গোলাম রাব্বি।

জানা গেছে, গ্রেপ্তারের পর রাব্বির পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। একপর্যায়ে থানা ঘেরাও করে রাব্বির মুক্তি দাবি করেন তারা। থানা থেকে রাব্বিসহ বাকি আসামিদের জেলহাজতে পাঠানোর জন্য প্রিজনভ্যানে উঠানো হয়। এসময় রাব্বির মা থানার সামনে এসে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়েন এবং চিৎকার করে বলেন, আমার ছেলেকে জেলে নিতে দিব না। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের জেল হাজতে পাঠায়।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত