ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৮: ২২
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮: ২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউসুফ খানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

কোনো ধরনের তদবির বা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে পৌরশহরসহ উপজেলার ৬টি কেন্দ্রে ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডিলার প্রত্যাশীরা।

খাদ্য অফিস সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার ৬টি বিক্রয় কেন্দ্রের জন্য ওএমএস ডিলারশিপ পেতে মোট ৪৮জন আবেদন করেছিলেন। যাচাই-বাছাইয়ে দুটি আবেদন বাতিল হয়। আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে ওইসব কেন্দ্রের জন্য ৬ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত