কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৮: ৩২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে কাঁচা মরিচ এখন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। উপজেলা জামালপুর বাজারে সকালে কাঁচা মরিচের আরতে গিয়ে দেখা যায় ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

কৃষক রফিক শিকদার জানান, পাঁচ বিঘা জমিতে কাঁচা মরিচ রোপণ করেছিলাম। ভারী বৃষ্টিতে কিছুটা নষ্ট হয়েছে। এক বিঘা জমিতে আজকে দুই মণ কাঁচা মরিচ তুলেছি। দুই মণ ১৬০০০ হাজার টাকা বিক্রি করেছি।

ব্যাপারীরা জানান, ভারী বৃষ্টির কারণে মরিচ গাছ মরে যাচ্ছে, যার কারণে উৎপাদন কমে গেছে। দুই একদিন এরকম থাকলে আরো দাম বাড়বে।

বালিয়াকান্দি কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে প্লাবিত হয়েছে। মরিচ ক্ষেত তলিয়ে গেছে। আমাদের বালিয়াকান্দি উপজেলাতে এখনও সেভাবে নষ্ট হয় নাই। ভারী বৃষ্টির কারণে মরিচ গাছ পরিচর্যা করতে পারছে না ফলে উৎপাদন কমে গেছে যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত