বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী কোনাপাড়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী নারী শ্রমিক এবং সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব খান বলেন, তারেক রহমানের জন্মদিনকে রাজনৈতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে মানবিক দায়িত্ববোধ পালনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫ হাজার অসহায় ও শ্রমজীবীদের মাধে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

