মানিকগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সেওতায় জনগণের দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ।
রোববার দুপুরে পশ্চিম সেওতা এলাকাবাসীর উদ্যোগে সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় শফিকুল ইসলাম সিলকন, আনোয়ার হোসেন, কল্পনা আক্তার, শামীম হোসেন, ফিরোজা বেগম প্রমুখ।
এসময় তারা অভিযোগ করেন, শত বছরেরও পুরোনো এই রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় জনসাধারণ, বিশেষ করে মসজিদগামী মুসল্লি ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জেলাপ্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

