মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
শুক্রবার মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে শহরের সবুজবাগ ও বটতলা এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে বটতলা এলাকার কয়েকজন কিশোর মারধর করে আহত করে।
এরই প্রতিবাদে রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব-৮ এর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষই একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

