ভাঙ্গা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন চলাচল

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভোয়া পাতিলাপাড়া সড়কে অবস্থিত ভোয়া সেতুটির মঝখানে দীর্ঘদিন ধরেই ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে। প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ ও বিভিন্ন ছোট ছোট যানবাহন।

বিজ্ঞাপন

সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়া বলেন, সেতুটির মাঝখানে ভেঙে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই ছোট গড়ি চলাচল করতেছে ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

পাতিলাপাড়া মসজিদের ইমাম মওলানা আব্দুল কাশেম বলেন, কয়েক মাস যাবত সেতুটি ভাঙা অবস্থায় রয়েছে। তাই দুর্ঘটনার এড়াতে সেতুর উপর কাঠের গুড়ি ফেলে রাখা হয়েছে। এখন এই সেতু উপর দিয়ে বড় কোন গাড়ি চলাচল করতে পারছে না ফলে পণ্য পরিবহনে বড় ট্রাক, চিকিৎসা সেবা অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অতি দ্রুত ভোয়া সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ করে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরুদ জানান।

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, ওই সেতুর কাজের এস্টিমেট করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলেই কাজ শুরু করা হবে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত