সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ ছয় মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৩: ৪২

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ ছয় মামলার আসামি এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. নুরুল হক রাড়ী (৫৮) উপজেলার রমজানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি।

বিজ্ঞাপন

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতা নুরুল হক রাড়ী এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়ে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, আ.লীগ নেতা নুরুল হক রাড়ীর বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত