আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌ ডাকাতদের গ্রেপ্তার দাবি

সন্তানের খুনির ফাঁসি চান হৃদয় বাঘের মা

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

সন্তানের খুনির ফাঁসি চান হৃদয় বাঘের মা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে সক্রিয় বেশ কয়েকটি নৌ ডাকাত দল। এসব নৌ ডাকাতরা সম্প্রতি তিনটি হত্যাকাণ্ডের ঘটিয়েছে। তাদের অপতৎপরতা বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে চারটায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অনুষ্ঠিত এই মানববন্ধনে জামালপুর ও হোগলাকান্দি গ্রাম থেকে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণ করে নৌ ডাকাতদের হাতে হখুনের শিকার হৃদয়ের বাঘের মা মানছুরা বেগম বলেন, ‘গত কয়েক মাসে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও লালু গ্রুপের হাতে তিনটি খুনের ঘটনা ঘটেছে। আমার ছেলে হৃদয়সহ তিনজনকে গুলি করে হত্যা করেছে তারা। আমরা প্রতিটি খুনের বিচার চাই। আমার ছেলে কবরে আর হত্যাকারীরা বাহিরে ঘোরাফেরা করবে তা হতে পারে না। আমি তাদের ফাঁসি চাই’।

মানববন্ধন অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা বাছিরন বেগম বলেন, ‘নৌ ডাকাতরা নদী থেকে বালু উত্তোলন, নৌযানে চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা চাই দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক’।

মানববন্ধনকালে রুমা বেগম বলেন, ‘প্রশাসনের নিষ্ক্রিয়তায় একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে নৌ ডাকাতরা। লালু, সৈকত, নয়ন, পিয়াসরা একের পর এক সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে। প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না? আমরা তাদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি'।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...