আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে জুয়েল-কালাম

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে জুয়েল-কালাম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল-কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি কালাম তালুকদার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী।

এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন- সহসভাপতি কামরুল হাসান (আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), কোষাধ্যক্ষ এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদর (কান্ট্রি টুডে), প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা)। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) ও কামাল হাওলাদার (চৌকস)।

সভায় নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার নয়—এটি একটি সামাজিক দায়বদ্ধ পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে অবিচল থেকে কাজ করাই কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মূল অঙ্গীকার। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন