আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদত্যাগের পরও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

পদত্যাগের পরও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহাকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলেই টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার দুপুর ১২টায় শারীরিক অসুস্থতা ও ব্যাবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন লেলিন।

সেসময় তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলাম। তবে বর্তমানে ব্যাবসায়িক ও শারীরিক অসুস্থতার কারণে যুবলীগসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকব না বলে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সেই ঘটনার তদন্তে লেলিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারপর থেকেই আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা লেলিন সাহা। কিন্তু সম্প্রতি গ্রেপ্তার এড়াতে রং পাল্টে অন্যান্য দলের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করেছিলেন তিনি।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা লেলিন পৌর মাল্টিপারপাস মার্কেটে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন।

সেখান থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০৫ জন নামীয়সহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন