কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৬: ২৩

গোপালগেঞ্জে ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে ‘কোটালীপাড়া সাংবাদিক ফোরাম’ এর আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার মনিরুজ্জামান শেখ জুয়েলকে আহ্বায়ক ও দৈনিক ভোরের আলো পত্রিকার কালাম তালুকদারকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল।

আহ্বায়ক কমিটিতে হৃদয় হাওলাদার, মায়াজ হাওলাদার ও সৈকত ফরাজী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সভায় আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

নবগঠিত কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কোটালীপাড়ায় কর্মরত কিছু সাংবাদিকেদের নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হলো। স্থানীয় গণমাধ্যম কর্মীদের অধিকার নিশ্চিত করতে সংগঠনটি সদা তৎপর থাকবে। সকল সাংবাদিকের উচিত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব ভূমিকা বজায় রাখা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত