জুলহাসের প্লেনে উঠার স্বপ্নপূরণ করলেন বিমান বাহিনীর পাইলট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৫: ৫৪

মাত্র দেড় লাখ টাকায় দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস মোল্লা। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যে অসম্ভবকে সম্ভব করতে পারে, তার বাস্তব উদাহরণ এই তরুণ। নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে উড়েছেন তিনি। এ যেন বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত।

বিজ্ঞাপন

জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর এলাকার জলিল মোল্লার ছেলে। আর এই খবর শুনেই জুলহাসের প্লেনে উঠার স্বপ্নপূরণ করলেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট আবু আব্দুল্লাহ ফারুক। সেই সাথে জুলহাসের মা, ভাই এবং জুলহাসকে হেলিকপ্টার ফ্লাইং করেন পাইলট আবু আব্দুল্লাহ ফারুক।

রোববার (৯ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ চরে প্রায় আধাঘণ্টাব্যাপী জুলহাসের পরিবার নিয়ে হেলিকপ্টার ফ্লাইং করেন পাইলট আবু আব্দুল্লাহ ফারুক।

এ সময় জুলহাসের ইচ্ছাকে এগিয়ে নিতে আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যোষ্ঠ পুত্র জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক তোজাসহ অন্যান্যরা।

এদিকে জুলহাসের তৈরি প্লেন দেখতে অবসরপ্রাপ্ত পাইলট আবু আব্দুল্লাহ ফারুক আসার খবর শুনে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজাসহ কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে শিবালয়ের জাফরগঞ্জ চর এলাকায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত