গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।
র্যাবের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার পুলিশ মাওনা চৌরাস্তা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, র্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

