আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুদকের অভিযান

আবহাওয়া পূর্বাভাস যন্ত্র প্রকল্পে অনিয়ম

জেলা প্রতিনিধি, মাদারীপুর
আবহাওয়া পূর্বাভাস যন্ত্র প্রকল্পে অনিয়ম

প্রায় দু'কোটি টাকার রেইন গজ মিটার স্থাপনে অনিয়মের অভিযোগে মাদারীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কৃষকদের আগাম তিন দিনের আবহাওয়ার বার্তা দেয়ার জন্য মাদারীপুরের ৬০টি ইউনিয়নে বসানো হয়েছিল একটি করে রেইন গজ মিটার।

মঙ্গলবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

দুদক অফিসের তথ্য মতে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬০ ইউনিয়নে বসানো হয়েছিল একটি করে রেইন গজ মিটার। কিন্তু রেইন গজ মিটার অনেক জায়গা থেকে উধাও হয়ে গেছে। আবার কোথাও নষ্ট হয়ে গেছে সব যন্ত্রপাতি। অনিয়নের কারণে দু’কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কৃষকদের কোনো কাজে আসেনি। দুর্নীতির অভিযোগ তুলে দোষীদের বিচার দাবি করে প্রান্তিক চাষিরা। এ প্রেক্ষিতে দুদক মাদারীপুর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্রের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে দুদক মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ৬০ ইউনিয়নের মধ্যে ৫৬ ইউনিয়নে বসানো হয় আগাম পূর্বাভাস যন্ত্র। এ যন্ত্র ব্যবহার করে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোকঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু জেলার সবগুলো যন্ত্রই এখন বিকল। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রান্তিক চাষিরা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন