পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ৬ ড্রেজার জব্দ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৯: ৪৪

দৈনিক আমার দেশে সংবাদ প্রকাশের পর মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে অবৈধভাবে বালু তোলায় ছয়টি ড্রেজার জব্দ করেছে প্রশাসন।

সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দ করা ড্রেজার হলো- খান এন্টারপ্রাইজ লোড ড্রেজার, শাহপরান লোড ড্রেজার, বায়তুল মুকাদ্দাস লোড, মায়ের আশীর্বাদ লোড, এম বি আল ইউসুফ লোড ও মক্কা মদিনা লোড ড্রেজার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মানদীর চরজানাজাত-কাঁঠালবাড়ি এলাকায় পদ্মানদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু তুলছিল একটি চক্র। এ নিয়ে ১৬ মার্চ দৈনিক আমার দেশ পত্রিকায় ‘পদ্মা ও আড়িয়াল খাঁয় চলছে বালু উত্তোলনের মহোৎসব’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় যৌথ অভিযান চালানো হয়।

এ সময় ১৪টি ড্রেজার উদ্ধার করা হয়। এর মধ্যে আটটি ড্রেজার অকেজো থাকায় ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়টি শিবচরের পদ্মাপাড়ে নিয়ে আসা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এজন্য তাদের আটক করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত