গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় ‘প্যানিক এ্যাটাকে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় সোমবারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজে এঘটনা ঘটে।
অসুস্থরা হলেন -মারুফা (২৬), মনি (২১), শারমীন (৩০), শিল্পী (৩৩), মিতু রায় (৪৪), লাইলী (২৫), হেনা (৩২), সাবিনা (২৬), কল্পনা (৩২), নুরুজ্জামান (২৫), ফারজানা (২৫), রায়হান (২৭)সহ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।
শ্রমিকরা জানায়, দুপুরের খাবার শেষ হওয়ার পর কাজ করছিলেন তারা। এসময় হঠাৎ করে কারখানার পঞ্চম তলার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কারখানাটির বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ১৭জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নাফিজা শারমিন বলেন, হাসপাতালে আসা বেশীর ভাগ শ্রমিক ’প্যানিক এ্যাটাক’ জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে শিল্প পুলিশের (টঙ্গী জোনের) পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে আজকের মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

