ভাঙ্গায় অবরোধ কর্মসূচি অব্যাহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথার সঙ্গে সংযুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলছে।

বুধবার সকাল থেকে ইউনিয়নবাসী ভাঙ্গা উত্তরপাড়, হামিরদী, মুনসুরাবাদ ও পুখুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে।

অবরোধে দূরপাল্লার যান চলাচল কম থাকায় বড় ধরনের ভোগান্তি হয়নি, তবে স্থানীয়রা হেঁটে কর্মস্থলে গেছেন। আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও অংশগ্রহণ আগের তুলনায় কমেছে।

যদিও মঙ্গলবার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া রেলপথ অবরোধের ঘোষণাও দেন, তবে রেললাইনে বিক্ষোভকারীদের উপস্থিতি দেখা যায়নি।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, গত কয়েক দিনের তুলনায় আজকের কর্মসূচিতে অংশগ্রহণ কিছুটা কমেছে।

ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে বিএনপি নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘জনগণের অধিকার ও দুই ইউনিয়নের অস্তিত্ব রক্ষার আন্দোলনে বিএনপি সর্বদা পাশে থাকবে।’

অন্যদিকে, আওয়ামী লীগে সাবেক সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

অবস্থা নিয়ন্ত্রণে রাখতে উপজেলা কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাসদস্যরা মোতায়েন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত