আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুড়িগঙ্গায় বাল্কহেডে লঞ্চের ধাক্কা, সাঁতরে প্রাণ বাঁচালেন সুকানীসহ ৫ কর্মচারী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
বুড়িগঙ্গায় বাল্কহেডে লঞ্চের ধাক্কা, সাঁতরে প্রাণ বাঁচালেন সুকানীসহ ৫ কর্মচারী

বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদীয়া- ১৩ নামের লঞ্চের ধাক্কায় জান্নাতি নামের একটি বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন থাকলেও তারা সাঁতরে নিরাপদে আসতে সক্ষম হয়। সংবাদ পেয়ে পাগলা নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করে। রোববার সকাল দশটার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায়।

বিজ্ঞাপন

নদীতে ডুবে যাওয়া জান্নাতি বাল্ক হেডের মালিক আলী আহম্মেদ জানান, চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসার পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ বাল্কহেড কে ধাক্কা দেয়। এতে সুকানীসহ পাঁচ কর্মচারী সাঁতরে নদীর তীরে উঠে আসলেও বাল্কহেডটি পানিতে ডুবে যায়।

পাগলা নৌ পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাল্কহেড ডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন