মানিকগঞ্জে শিবালয় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনগুলোর উদ্যোগে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে ঘিওর উপজেলার বড় ধুলন্ডী এলাকায় বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ট পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহিদুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মোঃ আলমগীর হোসেন, শিবালয় উপজেলা বিএনপির যুগ্নসম্পাদক আবুল হোসেন, শিবালয় উপজেলা মৎস্যজীবি দল সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, শিবালয় উপজেলা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল সভাপতি মোঃ আমজাদ হোসেন, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, শিবালয় উপজেলা যুবদলের ১ম যুগ্ন-আহবায়ক আবু খালিদ ডন, জেলা শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক আলী আক্কাস ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নে ও আমার পিতা বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার বাসীর পাশে থেকে তাদের সেবা করার সুযোগ চাই।
এসময় তিনি বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া চান।

