দানবীর মেছবাহুল বারীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪২

নারায়ণগঞ্জের বক্তাবলী পরগনার অবিস্মরণীয় ব্যক্তিত্ব, শিক্ষা ও সমাজ উন্নয়নের রূপকার মরহুম দানবীর মেছবাহুল বারীর আজ ৩৫তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২২ সালে বক্তাবলীর কানাইনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মেছবাহুল বারী বক্তাবলীর শিক্ষা উন্নয়নে ১৯৬০ সালে তার পিতার নামে কানাইনগর ছোবহানিয়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৭০ সালে বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মাদরাসা এবং মাতার নামে শরিফুননেছা দাতব্য হাসপাতালসহ অনেক জনহিতকর, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন।

বিজ্ঞাপন

১৯৯০ সালের ১৭ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। দানবীর মেছবাহুল বারীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কানাইনগর ছোবহানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান।

এছাড়া বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মাদরাসা মেছবাহুল বারী ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বারী গ্লোবাল ফাউন্ডেশন, বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরান খতম, দোয়া মাহফিল, স্মরণসভা, কাঙ্গালিভোজসহ সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা এবং কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে বিদ্যালয় ও মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও মরহুমের সকল আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হওয়ার জন্য মরহুমের পরিবার ও কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ ও বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত