আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
জুলাই হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আখিনূর চৌধুরীর পরিবার।

বিজ্ঞাপন

তিনি জানান, জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করলেও একটি রাজনৈতিক দলের নাম দিয়ে তাকে মামলায় ফাঁসিয়ে ৫২ দিন কারাভোগ করান। গত ১৬ মে আবারো একটি মামলায় তাকে ফাঁসানো হয়েছে যা বাদিই জানে না আসামি কারা। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে মামলা গুলোর সুষ্ঠু তদন্ত দাবি জানান।

এসময় ভুক্তভোগীর স্ত্রী রোমানা বেগম বলেন, আমার স্বামী সৎ ভাবে জীবন করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আমার স্বামী সক্রিয় ভূমিকা পালন করেছে। সে কোন রাজনীতির সাথেও জড়িত নয়। তবে কেন আমার স্বামীকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। আমার দুইটি সন্তান নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। প্রশাসনের কাছে মামলাগুলোর সঠিক তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর মেয়ে নুসরাত জাহান মীম, সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এমআই ফারুক, দৈনিক বাংলার গৌরভ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন রুমী, ব্যবসায়ী নূর আহমেদ সেলিম, দৈনিক জবাবদিহি পত্রিকার সহকারী সম্পাদক মো: মহিউদ্দিন, সাইনবোর্ড হযরত মুহাম্মদ (সা:) জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো: রানা সহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন