শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৫: ১৯
শ্রমিকলীগ নেতা মিন্টু মিয়া

রাজধানীর ডেমরায় মো.মজিবুর রহমান মিন্টু মিয়া (৬৩) নামের এক শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করে ডেমরা থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

বিজ্ঞাপন

মিন্টু মিয়া ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় উপস্থিত হলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যান্যরা দৌড়ে পালিয়ে গেলেও শ্রমিকলীগ নেতা মিন্টু মিয়াকে আটক করা হয়। পরে থানা পুলিশে খবর দিয়ে পুলিশের কাছে তুলে শ্রমিকলীগ হয়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহামুদুর রহমান বলেন, স্থানীয় লোকজন শ্রমিকলীগ নেতাকে আটক করে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া রাজধানীর কদমতলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে আমরা কদমতলী থানায় হস্তান্তর করেছি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত