গজারিয়ায় আগুনে পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার বসতঘর

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৫: ৫৭
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৫: ৫৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক স্বেচ্ছাসেবক দল নেতার বসতঘর আগুনে পুড়ে গেছে। তবে ভুক্তভোগী ঘর মালিকের দাবি পরিকল্পিতভাবে ঘরটি আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় সাড়ে তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বসতঘরটির মালিক মৃত আব্দুল বাসেত সরকারের ছেলে টেংগারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরুজ্জামান হোসেনের। হাসপাতাল ব্যবসার সাথে জড়িত থাকায় নুরুজ্জামান তার পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করেন, মাঝেমধ্যে গ্রামে বেড়াতে আসলে এই ঘরটিতে থাকতেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে একটার দিকে তারা ঘরটিতে আগুন দেখতে পান। পরবর্তীতে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরটির প্রায় সব কিছুই পুড়ে যায়।
বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী নুরুজ্জামান হোসেন বলেন, ' স্থানীয় আলী আহমদের বোনের কাছ থেকে আমি জমিটি ক্রয় করি। জমিটি তিনি কিনতে চেয়েছিল কিন্তু কিনতে না পারায় আলী আহমদ ও তার ছেলেরা আমার উপর ক্ষুদ্ধ ছিল। জমিটি ফিরে পেতে তারা কোর্টে অগ্রবর্তী ক্রয় মামলাও করেছিলো কিন্তু লাভ হয়নি।

বাধ্য হয়ে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া শুরু করে। জায়গাতে বালু ভরাট এবং ঘর উত্তোলণ করার সময়ও তারা আমাকে বাধা দিয়েছিল। আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমি শতভাগ নিশ্চিত তারাই আগুন লাগিয়ে ঘরটি পুড়ে ফেলেছে। এতে আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করব'।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে'।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত