ইউজিসি চেয়ারম্যান
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণেরও স্থান।
তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী মিলেই নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আমার দ্বারা সমাজ ও দেশ কী পেল তা নিয়েও ভাবতে হবে।
টাঙ্গাইলে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।
তিনি বলেন, যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে, নইলে চোরাবালিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি নবীনদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং নিজের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ। প্রকৃত জ্ঞান কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এ জ্ঞান সৎভাবে কাজে লাগানোর জন্য।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনগণ— অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ), অধ্যাপক ড. মো. আবু জুবাইর (লাইফসায়েন্স অনুষদ), অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার (বিজনেস স্টাডিজ অনুষদ) ও অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন (সামাজিক বিজ্ঞান অনুষদ)।
স্বাগত বক্তব্য দেন নবীনবরণ আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মো. মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণেরও স্থান।
তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী মিলেই নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আমার দ্বারা সমাজ ও দেশ কী পেল তা নিয়েও ভাবতে হবে।
টাঙ্গাইলে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।
তিনি বলেন, যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে, নইলে চোরাবালিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি নবীনদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং নিজের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ। প্রকৃত জ্ঞান কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এ জ্ঞান সৎভাবে কাজে লাগানোর জন্য।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনগণ— অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ), অধ্যাপক ড. মো. আবু জুবাইর (লাইফসায়েন্স অনুষদ), অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার (বিজনেস স্টাডিজ অনুষদ) ও অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন (সামাজিক বিজ্ঞান অনুষদ)।
স্বাগত বক্তব্য দেন নবীনবরণ আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মো. মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বগুড়ার শেরপুরের পল্লীতে মুক্তা খাতুনের (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
৭ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।
১০ মিনিট আগেটঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
১৮ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
৩১ মিনিট আগে