আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জমি দখলে ছাত্রলীগ ক্যাডারকে সহায়তা, ওসি রাশেদ বদলি

  • নানা অভিযোগে আরেক ওসিকে সরিয়ে দিল জিএমপি

স্টাফ রিপোর্টার, গাজীপুর
জমি দখলে ছাত্রলীগ ক্যাডারকে সহায়তা, ওসি রাশেদ বদলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দুই থানার ওসিকে বদলি করা হয়েছে। জমি দখলে ছাত্রলীগ ক্যাডারের হাতিয়ার হিসেবে কাজ করা, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, জলমহাল দখলে সহায়তা, ঘুস বাণিজ্য, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ায় গাছার বিতর্কিত ওসি আলী মোহাম্মদ রাশেদকে ৯ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়েছে।

প্রায় একই অভিযোগে বদলি করা হয়েছে জেলা পুলিশের জয়দেবপুর থানার ওসি আবদুল হালিমকে। দুই ওসিকে বদলির তথ্য মঙ্গলবার নিশ্চিত করেছে জিএমপি হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র।

বিজ্ঞাপন

অপরদিকে দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক আমিনুল ইসলামকে গাছা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬ জুন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। একই আদেশে জানানো হয়, ওসি রাশেদকে জিএমপি গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ডিবি) উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া জয়দেবপুরের ওসি আবদুল হালিমকে সোমবার ঢাকা রেঞ্জে বদলি করা হয়। এদিকে গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি রাশেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের মামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাসুদুর রহমান মাহির পক্ষে জমি দখলের কাজে সহায়তা করা, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, জলমহাল দখলে সহায়তা, ঘুস বাণিজ্য, ঝুট নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আলী ওমর বলেন, ‘২০০১ সালে গাছার দক্ষিণ খাইলকৈর এলাকায় জয়বাংলা রোডে আড়াইকাঠা জমি কিনি। সেই ভূমিতে সড়কের পাশের অংশে দোকান নির্মাণ করে ২০২১ সাল পর্যন্ত ভাড়া দিয়ে আসছিলাম। ওই বছর রাস্তা প্রশস্তকরণের জন্য ভূমি অধিগ্রহণ করলে ব্যবসাপ্রতিষ্ঠানটি অর্ধেক ভাঙ্গা পড়ে।

সংশ্লিষ্ট অংশটুকু বাদ দিয়ে দোকানটি পুনঃনির্মাণ করতে গেলে বাধা দেন পাশের জমিওয়ালা লোকমান হোসেন ও তার ছেলে ছাত্রলীগ ক্যাডার মাহি। তারা আমার প্লটের ওপর দিয়ে অবৈধভাবে রাস্তা দাবি করছেন।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি ওসি রাশেদকে জানালে তিনিও কাজ বন্ধ রাখতে বলেন। এরপর দফায় দফায় আমাকে থানায় নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখান, হয়রানি করেন এবং ছাত্রলীগ ক্যাডার দিয়ে হুমকি-ধমকি দেওয়ান এবং মামলা করান।

তার এসব কাজে সহায়তা করতেন এসআই কাজল। মোটা অংকের টাকার বিনিময়ে তারা ছাত্রলীগ ক্যাডারের পক্ষ নেওয়ায় অদ্যবধি আমার জমিতে স্থাপনা নির্মাণ করতে পারিনি।’ অভিযোগের বিষয়ে জানতে গাছার সাবেক ওসি রাশেদের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। এর আগে তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলেই তিনি দম্ভ করে থানায় যেতে বলতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন