শহীদ হাফেজ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯: ৪৬

টাঙ্গাইলের ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে দুর্গম পাহাড়ি এলাকা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে করিমগঞ্জ ফুলবাড়িয়া গ্রামে শহীদ হাফেজ সাদিকের কবরে পুষ্প স্তবক অর্পন ও মোনাজাত করেছে স্থানীয় প্রশাসন। 

৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল ৮ টা ৩০ মিনিটে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আবু সাঈদের নেতৃত্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. বাহাউদ্দীন সারোয়ার রিজভী সহ প্রশাসনের  একটি টিম এ কর্মসূচি পালন করছে। 

বিজ্ঞাপন

এ সময়  শহীদ সাসিকের পরিবারের লোকজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

উল্লেখ শহীদ হাফেজ সাদিক মাওলানা হওয়ার পূর্ন বাসনা নিয়ে উচ্চ শিক্ষার্থে ঢাকায় অবস্থান কালে গণ-অভ্যুত্থান অংশ নেয়।

উত্তরা এলাকায় পুলিশ মিছিলে গুলি চালালে সাদিকের পিঠ ভেদ করে গুলি পেটে আটকে যায়। ঘটনাস্থলে সাদিকের মৃত্যু হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত