আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ হাফেজ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

শহীদ হাফেজ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত

টাঙ্গাইলের ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে দুর্গম পাহাড়ি এলাকা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে করিমগঞ্জ ফুলবাড়িয়া গ্রামে শহীদ হাফেজ সাদিকের কবরে পুষ্প স্তবক অর্পন ও মোনাজাত করেছে স্থানীয় প্রশাসন। 

৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল ৮ টা ৩০ মিনিটে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আবু সাঈদের নেতৃত্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. বাহাউদ্দীন সারোয়ার রিজভী সহ প্রশাসনের  একটি টিম এ কর্মসূচি পালন করছে। 

বিজ্ঞাপন

এ সময়  শহীদ সাসিকের পরিবারের লোকজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

উল্লেখ শহীদ হাফেজ সাদিক মাওলানা হওয়ার পূর্ন বাসনা নিয়ে উচ্চ শিক্ষার্থে ঢাকায় অবস্থান কালে গণ-অভ্যুত্থান অংশ নেয়।

উত্তরা এলাকায় পুলিশ মিছিলে গুলি চালালে সাদিকের পিঠ ভেদ করে গুলি পেটে আটকে যায়। ঘটনাস্থলে সাদিকের মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন