‘বঙ্গবন্ধু’ শিক্ষক পরিষদ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৮: ৫২

গাজীপুরের টঙ্গীতে মো. হানিফ উদ্দিন (৫০) নামে এক কলেজ প্রভাষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

রোববার (১২ অক্টোবর) সকালে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক হানিফ উদ্দিন প্রতিষ্ঠানটির কলেজ শাখার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক এবং ‘বঙ্গবন্ধু’ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ ও পার্শ্ববর্তী টঙ্গী সরকারি কলেজের কয়েক শ’ শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন ওই প্রভাষককে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার সময় আমি শ্রেণিকক্ষে ছিলাম। পরে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ শিক্ষককে থানায় নিয়ে যাচ্ছে। শুনেছি, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘গ্রেপ্তার প্রভাষককে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকেও জানানো হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত