শরীয়তপুরে আদালত চত্বর থেকে পালিয়েছে দুই আসামি

উপজেলা প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৮: ৩৬

শরীয়তপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে পালিয়েছে মাদক মামলার দুই আসামি। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার দুপুরে জেলার জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানার মাদক মামলার আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে তাদের হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে তাদের মধ্যে দুলাল শেখকে আটক করে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে চেষ্টার কথা জানিয়েছে পুলিশ।

শরীয়তপুরে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আজ দুপুরে পদ্মা দক্ষিণ থানার মাদক মামলার দুই আসামি জেলা আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কোর্ট পরিদর্শকের সাথে আলাপ করে জানতে পারি ইতিমধ্যই ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত