কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে শরীয়তপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার ভোররাত থেকেই বিশেষ করে জাজিরার নাওডোবা পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে ভোর থেকেই সেখানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি তোলেন। কর্মসূচিতে অংশ নেন মাদারীপুরের শিবচরের বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা ও তার সমর্থকরাও। জেলাজুড়ে বিএনপির বিভিন্ন ইউনিটকেও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
এদিকে যে কোনো ধরনের নাশকতা রোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। তবে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে, যদিও অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম দেখা গেছে।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বলেন, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর—তিনটি জেলা ঘুরেছি। সব জায়গায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ নিয়োজিত আছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যান চলাচল নিয়েও কোনো সমস্যা নেই।
শাটডাউনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত জেলায় তুলনামূলক শান্ত পরিবেশ বজায় রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

