আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যশোরে আতঙ্ক, প্রথম শনাক্ত করোনা রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে আতঙ্ক, প্রথম শনাক্ত করোনা রোগীর মৃত্যু

যশোরে চলতি মৌসুমে প্রথম শনাক্ত করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

শুক্রবার বিকেলে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিনা খাতুন (৫৫) নামে ওই রোগী। তিনি সাতক্ষীরার কলারোয়া শহরের গদখালী ঝিকরা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিনা খাতুন যশোরে চলতি বছর শুরু হওয়া করোনার দ্বিতীয় ধাপে প্রথম শনাক্ত হওয়া রোগী। তিনি গত ১১ জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং সেদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আইসিইউ বিভাগে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার সকাল ও দিবাগত রাতে আরও দু’জন করোনায় আক্রান্ত রোগী মারা যান।

এরা হলেন আমির হোসেন পারু (৬৮) ও শেখ ইউসুফ আলী (৪৫)। তারা দু’জনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে আমির হোসেন পারু মণিরামপুর ও শেখ

ইউসুফ আলী বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

সম্ভাব্য করোনা রোগীদের পিসিআর পরীক্ষা এখনও যশোরে করা যাচ্ছে না। কীট সংকটের কারণে যশোর স্বাস্থ্য বিভাগ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার প্রস্তুত থাকলেও এখনও রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যাচ্ছে না। প্রায় এক

সপ্তাহ আগে যশোর থেকে ঢাকায় কীট চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু শুক্রবার পর্যন্ত যশোরে কীট এসে পৌঁছায়নি। এখনও পর্যন্ত বেসরকারি হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত করা হচ্ছে। র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার চেয়ে পিসিআর পরীক্ষা নির্ভরযোগ্য বলে সংশ্লিষ্টরা জানান।

সঠিকভাবে করোনা পরীক্ষার সুযোগ না থাকায় সন্দেহভাজন করোনা রোগীরা হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন। এতে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মাত্র দু’দিনের ব্যবধানে করোনায় তিনজনের মৃত্যুতে যশোরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা আক্রান্তদের মধ্যে যারা বয়স্ক এবং আগে থেকেই নানা রোগে আক্রান্ত তাদের ঝুঁকি বেশি। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...