সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ব্যাপারে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির আইন বিষয়ক সহকারী সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল আলীম।
ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মোক্তার হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত মামলার আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।
মামলার বাদী অ্যাডভোকেট আবদুল আলীম জানান, আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ও তাদের মরহুম ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এসব মন্তব্যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অপমানিত হন। তাই আদালতের মাধ্যমে আমরা আইনি ব্যবস্থা নিতে একরকম বাধ্য হয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

