ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই নারীসহ এক দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে মহেশপুর-৫৮ বিজিবি একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুসুমপুর সীমান্তে অভিযান চালানো হয়। বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগান থেকে স্বরূপপুর গ্রামের দালাল রাশেদ মিয়া (২০) এবং তার সঙ্গে থাকা দুই নারীকে আটক করা হয়। তারা অবৈধ পথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত দালালসহ ওই দুই নারীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

