১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর-আগুন

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪১
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ০৪

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারবাজারের শমসেরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ছয়তলার এ টাওয়ারে শেখ মুজিবুর রহমানের পরিবারের ২০টি ভাস্কর্য ছিল। এর মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রাতে মিছিল নিয়ে শমসেরনগর এলাকায় জড়ো হন ছাত্র-জনতা। এ সময় এলাকাবাসী তাদের সঙ্গে যোগ দেন। পরে টাওয়ারে থাকা শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। পরে বারবাজার সড়কে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সমন্বয়ক হোসাইন আহমেদ বলেন, এ দেশে খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল-স্থাপনা থাকবে না। কোনো ফ্যাসিবাদের চিহ্নও থাকবে না বাংলার জমিনে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনার পর থেকে এলাকা শান্ত রয়েছে। ওই ঘটনা ছাড়া আর কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত