বাগেরহাটের মোংলায় থানা যুবলীগের আরিফ ফকিরকে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার রাতে মিঠাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরিফ মিঠাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মো. ফরিদ ফকিরের ছেলে। স্থানীয়ভাবে তিনি মোংলা থানা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
এ বিষয়ে মোংলা থানা পুলিশের ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন আমার দেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ ফকিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবলীগ নেতা আরিফ ফকির দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

