আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইকসু নিয়ে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রতিনিধি, ইবি
ইকসু নিয়ে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে উপাচার্য বরাবর ৭ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে মৌলিক গঠনতন্ত্রে এসব দাবি সংযোজনের পক্ষে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অতীতে দেখা গেছে অছাত্র, বহিরাগতদের সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বিকৃত হয়েছে এবং ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীদের দেওয়া ৭ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে - অছাত্র নিষিদ্ধকরণ, এমফিল ও পিএইচডি সীমাবদ্ধতা, শুধু নিয়মিত শিক্ষার্থী যোগ্য, যাচাই ব্যবস্থা, মাদকমুক্ত প্রার্থী নিশ্চিতকরণ, বহিরাগত সম্পৃক্ততা নিষিদ্ধ, লীগ সংশ্লিষ্টতা।

এছাড়াও উপরিউক্ত প্রস্তাবিত ধারাসমূহ ইকসুর গঠনতন্ত্রে অবিলম্বে সংযোজন করার দাবি জানান তারা। এতে একটি মেধাভিত্তিক, মাদকমুক্ত ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন