শ্রীপুরে ৫ হাজার মানুষকে বীজ সার কৃষি উপকরণ চারা বিতরণ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৪: ০৩

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার দুপুরে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ কৃষককে রোপা আমন বীজ, ৩০০ জন কৃষককে শাকসবজি বীজ, পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জনকে, এয়ারফ্লো মেশিন ৮০ জনকে, তালের চারা ৭৫ জনকে, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ হাজার ৩০০ জনকে, আম ১৫০ জনকে ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্রছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত