মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ৪০

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে। সে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

জানা গেছে, রাতের কোনো একসময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে দংশন করে। পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী নেয়ার পথে আলিফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত