বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)।
মঙ্গলবার বাদ যোহর খুলনা প্রেস ক্লাবে ইউনিয়ন কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ইতিহাসের বিভিন্ন পর্যায় ও বাক বদলকালে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তার আশু আরোগ্য কামনা করেন। এরপর দোয়া মোনাজাতে আল্লাহর দরবারে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করা হয়।
এমইউজে সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

