বাগেরহাটের রামপালে মোংলা-খুলনা মহাসড়কের রনসেন ব্রিজের উপর পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান খান (৩৫) খুলনা সিটি করপোরেশন দৌলতপুর থানার । তিনি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চাকরি করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন জানান, সালমান খান (৩৫) খুলনা থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার পথে রনসেন ব্রিজের উপর দুর্ঘটনার ঘটে। ঘটনাস্থানেই তিনি মারা যান। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

