আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেরু চত্বরে আবারও ‘বোমা’, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

কেরু চত্বরে আবারও ‘বোমা’, এলাকায় আতঙ্ক

দুদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে আবারও বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার দুপুরে বোমাটি পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তবে এটি ককটেল বোমা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, সকালে কেরু কোম্পানি চত্বরে ছাগল চড়াচ্ছিলেন এক যুবক। এ সময় কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে নিরাপত্তা কর্মীদের জানান তিনি। পরে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। এটি ককটেল বোমা বলে ধারণা করা হচ্ছে। দুদিন আগেও একই ধরনের বস্তু উদ্ধার করা হয়েছে। তবে ওই দিন লাল টেপ থাকলেও আজ ছিল কালো।

১৩ ফেব্রুয়ারি কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে ককটেল উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে রাত ৯টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করে রাজশাহী থেকে আসা র‌্যাব-৫ এর বোমা নিষ্ক্রিয়দল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রতিষ্ঠানে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন