আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বর্ণিল আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

প্রতিনিধি, ইবি

বর্ণিল আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আনন্দ র‍্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা ওড়ানো, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করা হয়। শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।

কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ রয়ালই বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ, শাখা ছাত্রহল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য।

পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামি-দুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলী-নূর রহমানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ফিকুল ইসলাম এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৯৭৯ সালের আজকের এইদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই দিনটিকে আমরা প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে উদযাপন করি। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়কে অগ্রসর করছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং তার সুনামকে অক্ষুণ্ণ রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি। শিক্ষা, নিরাপত্তা ও পরিবেশগত দিক থেকে এটি একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন