শরণখোলায় গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, অর্ধশতাধিক গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৯: ০০

বাগেরহাটের শরণখোলায় গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গ্রামাঞ্চলে শত শত গরু আক্রান্ত হয়ে মারা গেছে অর্ধশতাধিক। প্রাণিসম্পদ কার্যালয়ে লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।

উপজেলার গ্রামাঞ্চল থেকে পাওয়া খবরে জানা যায়, গত ১৫-২০ দিন ধরে শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। গ্রামবাসী এ রোগকে গরুর পক্স হিসেবে আখ্যায়িত করছে। আক্রান্ত গরু নিয়ে গরু মালিকরা দিশাহারা হয়ে পড়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অর্ধশতাধিক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

বিজ্ঞাপন

মারা যাওয়া গরু মালিকদের মধ্যে রাজাপুর গ্রামের বলরাম কির্তনীয়া, কলিম হাওলাদার, রাজেশ্বর গ্রামের রথিন হালদার, গোলবুনিয়া গ্রামের মেহেদী তালুকদার, খাদা গ্রামের খালেক হাওলাদার, খোন্তাকাটা গ্রামের সোবাহান হাওলাদার, বাধাল গ্রামের হাশেম মোল্লার নাম জানা গেছে। রাজেশ্বর গ্রামের কবির আকন, রাজাপুর গ্রামের মনোরঞ্জন বৈদ্য ও কলিম হাওলাদারসহ অনেক গ্রামবাসী বলেন, তাদের লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে ভ্যাকসিন ও রোগের প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাজারে বিভিন্ন ওষুধ কোম্পানির তৈরি ভ্যাকসিন চড়া মূল্যে চার-পাঁচ হাজার টাকা দরে কিনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ভ্যাকসিন বাজারে পাওয়া যায় না। এভাবে চলতে থাকলে আসন্ন চাষাবাদের মৌসুমে গরু দিয়ে হালচাষ করা যাবে না বলে তারা আশঙ্কা ব্যক্ত করেন।

এ বিষয়ে শরণখোলা উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন জুয়েল বলেন, শরণখোলায় অনেক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ১৫-২০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, লাম্পি স্কিন রোগ একটি ভাইরাস জাতীয় গরুর চর্মরোগ। আক্রান্ত গরু মালিকদের বাজার থেকে ভ্যাকসিন কিনতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত