বেনাপোলে কসাইকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২: ২৭
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২: ৩২

যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৩৮) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও মিজানুর রহমান গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে এক ভ্যানচালক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ডাকাডাকি করেন।

এ সময় মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পান বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছেন তার স্বামী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মিজানুরকে গলা কেটে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

মিজানুর রহমানকে হত্যার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক নেমে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত