উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৩৮) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও মিজানুর রহমান গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে এক ভ্যানচালক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ডাকাডাকি করেন।
এ সময় মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পান বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছেন তার স্বামী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মিজানুরকে গলা কেটে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
মিজানুর রহমানকে হত্যার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক নেমে এসেছে।
যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৩৮) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও মিজানুর রহমান গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে এক ভ্যানচালক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ডাকাডাকি করেন।
এ সময় মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পান বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছেন তার স্বামী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মিজানুরকে গলা কেটে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
মিজানুর রহমানকে হত্যার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক নেমে এসেছে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে