যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৬: ৩৮

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, রণজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। রণজিত মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে।

নিহত রণজিতের ভাই জীবন কুমার দাস জানান, তার ভাই কলেজশিক্ষক, আর বউদি স্বাস্থ্যকর্মী। কর্মস্থল ঝিকরগাছা থেকে তারা দুইজন নিজস্ব মোটরসাইকেলে চেপে মণিরামপুরে ফিরছিলেন। পথে উপজেলার বাকোশপুর বাজারে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত পাওয়ারটিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দম্পতিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার বিচিত্র মল্লিক জানান, লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত